স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতাকল রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপক করেন খুলনা বিভাগী সমাজাসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব।সেমিনার সঞ্চালনায় করেন সদর সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন।