চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদ-

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যৃনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম। গত বৃস্পতিবার আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয়। দন্ডিত মানিক দামুড়হুদা উপজেলার কানইডাঙ্গা গ্রামের মো. আবু হানিফার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ ডিসেম্বর দুপুরে দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাঠের জমিতে তর্কাতর্কীর একপর্যায়ে কলম উদ্দিনের ছেলে লিটনকে পিছনকে পিঠে কোপ মারে মানিক। কোপ মেরে মানিক এসময় পালিয়ে যায়। খবর পেয়ে লিটনের পিতা কলম উদ্দিন লিটনকে উদ্ধার করে সদর হাসাপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।
এ ঘটনায় লিটনের পিতা বাদী কলম উদ্দিন মানিককে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তশেষে মানিককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস আই ইমদাদুল হক। এ মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে মামলাটি প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে ১০ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. এমএম শাহজাহান মুকুল বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে ১০ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ্ট।