চুয়াডাঙ্গা-যশোর রুটে আবারও সরাসরি বাস চলাচল শুরু

হাসাদাহ প্রতিনিধি: কালীগঞ্জ-যশোর বাস মালিক সমিতির বিরোধ মিটিয়ে ৬ দিন পরে চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। এর আগে আড়াই বছর ধরে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির নেতাদের সাথে কালীগঞ্জ-যশোর বাস মালিকের মধ্যে বিরোধিতা থাকায় সরাসরি বাস চলাচল বন্ধ ছিলো। চুয়াডাঙ্গা মালিক সমিতির বাস চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা জীবননগর উপজেলার হাসাদাহ পর্যন্ত চলাচল করতো। অপরদিকে কালীগঞ্জ-যশোর বাস মালিক সমিতির বাসগুলোও হাসাদাহ পর্যন্ত চলাচল করতো। গত শনিবার কালীগঞ্জ-যশোর বাস মালিক সমিতির নেতাদের বিরোধ হওয়ায় হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয় দুই পক্ষের বাস মালিক সমিতির নেতারা। ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। ৬ দিন বাস চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও কালীগঞ্জ-যশোর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বিরোধ মিটিয়ে পুনরায় যশোর-চুয়াডাঙ্গা পর্যন্ত সরাসরি বাস চলাচল শুরু করেছে। হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বলেন, আমি নিয়মিত খুলনার যাত্রী। আড়াই বছর ধরে চুয়াডাঙ্গা-যশোর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পেতে হতো। চুয়াডাঙ্গা হতে যশোর পর্যন্ত সরাসরি বাস চলাচল যেনো অব্যাহত থাকে এটা এলাকাবাসীর দাবি। কালীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ফরিদ মিয়া বলেন, কালীগঞ্জ বাস মালিক সমিতির সাথে চুয়াডাঙ্গা ও যশোর বাস মালিক সমিতির বিরোধ মিটিয়ে চুয়াডাঙ্গা হতে যশোর রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।