জীবননগরের হাসাদাহ টু মহেশপুর সড়কটি বেহাল দশা দ্রুত মেরামতের দাবি এলাকাবাসী

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ টু মহেশপুর সড়কটি সংস্কার না হওয়ায় ছোট-বড় গর্ত  হয়ে বেহাল দশা হয়ে পড়েছে। ভাঙ্গা   চোরা রাস্তাদিয়ে ঝুঁকি নিয়ে  চলাচল করতে হচ্ছে পথচারীদের ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। সরেজমিনে দেখা গেছে, হাসাদাহ টু মহেশপুর সড়কটি  বেশ কয় বছর আগে পিচরাস্তা করা হলে সংস্কার আর করা হয়নি,   ব্যস্ত  এ রাস্তাদিয়ে এলাকার মানুষজন মহেশপুর হয়ে চৌগাছা- যশোরে বিভিন্ন কর্মকাজে  চলাচল করে থাকে।  প্রতিদিন এ  ভাঙ্গাচোরা রাস্তাদিয়ে শত শত ছোট বড় গাড়িঘোড়া  চলাচল করে থাকে। আলমসাধু, লাটাহাম্বা, পিকাপ, ট্রাক এসকল গাড়ীঘোড়া ব্যবসায়ীক মালামাল ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।  হাসাদাহ বাজার থেকে মহেশপুর সড়ক আমজাত মালিতার রাইচ মিল পযর্ন্ত খানাখন্দে বেহাল দশা   রয়েছে। বৃষ্টির পানি হলে  রাস্তার উপরে এক হাটুপানি জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বর্তমান হাসাদাহ আমজেত মালিথার বাড়ী থেকে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা পযর্ন্ত সংস্কার করা হচ্ছে ধির গতিতে। এলাকাবাসীর পক্ষে  আলম বলেন, হাসাদাহ বাজার থেকে আমাদের বাড়ী পযর্ন্ত  বেহাল দশা,  বৃষ্টি হওয়ায় হেটে চলাচল করা বিশাল ব্যাপার।  হাজার হাজার মানুষ ভুগান্তি হচ্ছে।ভ্যান চালক খাইরুল বলেন হাসাদাহ টু  মহেশপুর সড়ক দিয়ে যাত্রী নিয়ে আমি আর চলাচল করিনে, ভয়াবহ রাস্তা এটা। হাসাদাহ টু মহেশপুর সড়কটি দ্রুত সংস্কারের জন্য  উর্ধ্বতন কৃর্তৃপক্ষের প্রতি জোর দাবি এলাকাবাসীর।