জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ

জীবননগর ব্যুরো: জীবননগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ২ টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে জীবননগর কৃষি অফিসের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫১ টি পরিবারের মাঝে সবজি বাগান তৈরির এই উপকরণ বিতরণ করা হয়। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় সারাবছর সবজি চাষের করার জন্য প্রতিটি পরিবারে ২১ জাতের সবজি বীজ, ৬ টি করে ফলের চারা, ১ টি বীজ সংরক্ষণ পাত্র, দেড় শতক জমি ঘেরার জন্য নেট, সুতোলী, ১ টি করে ঝাঝরিসহ জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের বসতবাড়ির আঙ্গিনাসহ প্রতিটি পতিত জমিতে সবজি ও ফলমূল চাষের ব্যবস্থা করতে হবে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের পারিবারিক স্বচ্ছলতা ও দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রকল্প হতে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে। সবজি চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রান্তিক পর্যায়ের চাষিরা উপস্থিত ছিলেন।