জীবননগরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

জীবননগর ব্যুরো : বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু।

আলোচনা সভায় বক্তারা কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কুষ্ঠ নির্মূলে সরকারের চলমান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা শাখা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের জীবননগর উপজেলা শাখার উপজেলা ম্যানেজার মাসুদ হোসেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।