হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ৩নং কাটাপোল গ্রামের যুব সমাজের উদ্যােগে ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে কাটাপোল ফুটবল মাঠে উদ্বোধন ফুটবল খেলায় দর্শনা ভয়েজ একাডেমি ও মহেশপুর মান্দারতলা দুরন্ত একাদশ মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় দর্শনা ভয়েজ একাডেমি ১-২ মহেশপুর মান্দারতলা দূরন্ত একাদশ জয়ী হয়। খেলায় প্রথম অধ্যায়ে দর্শনা ভয়েজ একাডেমির খেলোয়ার রিফাত ১ টি গোল করেন। দ্বীতীয় অধ্যায়ে মহেশপুর উপজেলার মান্দারতলার দুরন্ত একাদশের খেলায়ার বাপ্পি ও সোহাগ একটি গোল করেন। উদ্বোধনী ফুটবল খেলায় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের কমিটির সভাপতি ও হাসাদাহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুদ, কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, মজিবর রহমান মন্টু মাস্টার, খাজা মো. কুতুবউদ্দিন, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুব দলের সভাপতি মামুন,সদস্য সচিব শামীম শেখ, ফুটবল টুর্নামেন্টে খেলা আয়োজক ইমন হাসান প্রমুখ। উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে খেলায় রেফারির করের সাইদুর রহমান লাইচম্যানে ইসমাইল ও রবিউল ইসলাম।