জীবননগর শাখারিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে মামলা

জীবননগর ব্যুরো: জীবননগরে ১০ বছরের শিশুকে একাধিকবার বলাৎকার করার অভিযোগে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার শিশুটির মা রোজিনা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় এ মামলা দায়ের করেন। অভিযুক্ত কেসমত আলী জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামের মাঝেরপাড়ার মৃত কদম মোল্লার ছেলে। ঘটনা জানাজানি হলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিষয়টি ১৫হাজার টাকায় মীমাংসা করতে ব্যর্থ হয় বলে প্রকাশ। ভুক্তভোগী শিশুর মা রোজিনা খাতুন জীবননগর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন কেসমত আলী তার শিশুপুত্রকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে গত এক বছর ধরে পিচমোড় জামে মসজিদের ছাদে, গয়েশপুর ব্রিজের সন্নিকটে একটি আম বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে আসছে। বেশ কিছুদিন ধরে আমার ছেলে অস্বাভাবিক আচরণ করছে ও শারীরিক অসুস্থতা অনুভব করছে। বিষয়টি সন্দেহ হলে গত ১৮ জুলাই তার কাছে জিজ্ঞেস করলে সে আমাদের কাছে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানার পর আমার স্বামী এ ঘটনা প্রতিবাদ করলে কেসমত আলী উক্ত ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন লোকজনের মাধ্যমে নগদ টাকার দেয়ার প্রস্তাব দেয়। বিয়টি মীমাংসা করার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উঠে পড়ে লাগে। তারা ১৫হাজার টাকা নিয়ে ঘটনাটি ধামাচা দিতে বলেন; কিন্তু আমরা তাতে রাজি হয়নি। আমরা এ জঘন্য ঘটনার বিচার চাই। স্থানীয়রা বলেন, কেসমত আলীর বিরুদ্ধে এই অভিযোগ নতুন না। সে দীর্ঘদিন ধরে শিশুদের সাথে এই ধরনের কুকর্ম করে আসছে। পূর্বে এ ধরনের অভিযোগ হলেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে সে এ ধরনের অপকর্ম করার সাহস পাচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস সাংবাদিকদের বলেন, শিশুপুত্রকে বলাৎকার করার ঘটনায় ভুক্তভোগী পরিবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত কেসমত আলীকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।