জীবননগর হাসাদাহে আশরাফিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানি বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

হাসাদাহ প্রতিনিধিঃজীবননগর উপজেলার হাসাদাহ আশরাফিয়া হাফেজিয়া কারিগরি এতিমখানা ও লিল্লাহি বোডিং নুরানি বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও হেফজ বিভাগের ৮ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টারদিকে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। জীবননগর জামিয়া কারিমিয়া মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্বারী মোস্তাকিম বিল্লাহ , প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ আশরাফিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাদ্রাসা কমিটির ক্যাশিয়ার শফিকুল ইসলাম লিটন, শিক্ষক আব্দুস সালামসহ মাদ্রাসার শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দুরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসাদাহ আশরাফিয়া হাফেজিয়া কারিগরি এতিমখানা ও লিল্লাহি বোডিংয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহিদুল ইসলাম।