স্টাফ রিপোর্টার: জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় মাত্র ৭ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন সজল ইসলাম। জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জুলাই পুনর্জাগরণ প্রতীকী ম্যারথন দৌড় প্রতিযোগিতা-২০২৫ গতকাল শুক্রবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়ক থেকে শুরু হয়। এ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, জুলাই আন্দোলনে শহিদ চুয়াডাঙ্গার শুভ ও মাসুদ রানার পিতা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ম্যারাথন দৌড়টি উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের বাজানো বাঁশির মাধ্যমে শতাধিক ম্যারাথন দৌড়বিদ প্রতীকী ম্যারাথন দৌড় শুরু হয়। ম্যারাথন দৌড়টি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহিদ মিনার সংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে কোর্ট মোড় (দোয়েল চত্বর) বাংলা মেডিকেল, কেদারগঞ্জ হয়ে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে শেষ হয়। সকলকে পিছনে ফেলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সজল ইসলাম ১ম স্থান অধিকার করে ৭ মিনিট ৫১ সেকেন্ড সময় ব্যয় করেন। এছাড়া ৭ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে জেলা সদরের আকন্দবাড়িয়া গ্রামের সবুজ দ্বিতীয় স্থান অধিকার করেন। সবুজ চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া ৭ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন চুয়াডাঙ্গা জেলা সদরের বসু ভান্ডারদের সুজন আলী। সুজন চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আনুষ্ঠানিকভাবে সার্কিট হাউজ চত্বরে প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযেগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্রেস্ট পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা (বিপিএম সেবা), জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদ মাসুদ রানা মুকুলের পিতা রায়হান উদ্দিন ও শহিদ শাহরিয়ার শুভ’র পিতা আবু সাঈদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিম উল হাবিব সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীবুল ইসলাম প্রমুখ। প্রতীকী ম্যারাথন দৌড়টি পরিচালনা করেন সাংবাদিক ইসলাম রকিব, জাসাস সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও তরিকুল ইসলাম তরু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-নাঈম।