নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে একদিনব্যাপী আন্তঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৪ দলের খেলায় উৎসাহ-উদ্দীপনায় ভরপুর ছিল মাঠ জুড়ে। আন্তঃ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি শামীমুর রহমান সবুজ। খেলার উদ্বোধন সময় তিনি বলেন, লেখাপড়ার মান উন্নয়নের জন্য যা কিছু করণীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলাও চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরে ভালো ফলাফল অর্জন করে আসছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও জরুরি। তবে অবশ্যই শিক্ষাকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারসহ ছাত্র-ছাত্রী বৃন্দ।