কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি পূর্বপাড়া ঈদগাহ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় কুড়ুলগাছি দাখিল মাদরাসায় প্রাঙ্গনে ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলীকে সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক তুহিন রেজাকে সাধারণ সম্পাদক এবং শাহিরুল ইসলাম মাষ্টার কোষাধ্যক্ষ করা হয়। এছাড়া ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।