দামুড়হুদার কুড়ুলগাছি মুদি দোকানে চুরি করতে গিয়ে চোর আটক : ৫০ হাজার টাকা জরিমানা

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি বাজারের কামাল স্টোরে (মুদির দোকানে) চুরি করার সময় গত সোমবার দিবাগত রাত ১টার দিকে বাজারের নাইট গার্ড ও স্থানীয়দের সহযোগিতায় কুড়ুলগাছির হামলাতলাপাড়ার কাসেমের ছেলে হাসান আলী (২৬) নামের একজনকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়ুলগাছি বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান মাস্টার বলেন, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে কুড়ুলগাছি বাজারের কামাল স্টোরে দোকানের চালের টিন কেটে চোর ভিতরে ঢুকে। এ সময় বাজারের নাইটগার্ড দোকানের ভিতরের শব্দ শুনে চোর ডুকেছে সন্দেহ হয়। এ সময় স্থানীয় ও দোকান মালিক কামালকে খবর দিলে দোকানের তালা খুলে দেখে এক চোর ঘরের টিন কেটে ভেতরে আটকা পড়ে আছে। স্থানীয় ও দোকান মালিক ধরে উত্তম মাধ্যম দেয়। গতকাল সোমবার বিকালে বাজার কমিটির মাধ্যমে সালিস বৈঠকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়া হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন এ ব্যপারে আমি কিছু জানিনা।