দামুড়হুদার বিভিন্ন স্থানে পথসভায় রুহুল আমিন জামায়াতে ইসলামী দায়িত্ব পালনে অপ্রতীদ্বন্দ্বী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমির রুহুল আমিন দামুড়হুদা বিভিন্ন স্থানে পথসভা করেছেন। গতকাল সোমবার দামুড়হুদার সুবলপুর গ্রামের তে-মাথায় ওয়ার্ড জামায়াত আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী দায়িত্ব পালনে অপ্রতীদ্বন্দ্বী, যেখানেই হাত দেয় সেখানে সোনা ফলে। উদাহরণ স্বরুপ তিনি ইসলামী ব্যাংককে বাংলাদেশের সেরা ব্যাংক, ইবনে সিনা মেডিকেল কলেজকে সেরা মেডিকেল কলেজ, বিভিন্ন কোচিং সেন্টার রেটিনা মেডিকেল কোচিং, বিশ^বিদ্যালয় ভর্তি কোচিং ফোকাস, সাকসেস, আইডিয়ালসহ বিভিন্ন স্থানে সেরা কোচিং জামায়াতের হাতেই। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদ-উদ দৌলা। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মওলানা সিরাজুল ইসলাম। তিনি আরও বলেন, আমরা একটি কল্যাণমূলক সমাজ কায়েম করতে চায়, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে কোন ভেদাভেদ থাকবে না, যেখানে চাকরির জন্য টাকার বস্তা লাগবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কেউ বস্ত্রহীন থাকবে না এমন একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি। আমরা রাজনীতি করতে চায় নিজের জন্য না আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এর আগে মুন্সিপুর গ্রামে বিকেল সাড়ে ৫টায় ও রাত সাড়ে ৭টায় কানাইডাঙ্গা গ্রামে জামায়াত আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন।