জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে ৩ সন্তানের জননী রাজিয়া খাতুন বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিষপান করলে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়না তদন্ত ছাড়াই বিকেলে মরদেহ নিয়ে আসে বাড়িতে। রাজিয়া খাতুন (৫৫) বিষ্ণুপুর পশ্চিম পাড়ার আছের ম-লের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজিয়া খাতুন সাংসারিক প্রয়োজনে এনজিও’র ঋণ নিয়েছিলেন। কিস্তির টাকা যোগাড় করতে না পারায় স্বামী আছের ম-লের সাথে সকালে বাগবিত-া হয়। এরপর আছের ম-ল কৃষি কাজ করার জন্য মাঠে চলে যান। বাড়িতে কেউ নেই দেখে ঘরে রাখা জঙ্গলমারা বিষপান করেন রাজিয়া। বাড়িতে কয়েকবার বমি হয় তারপর পাড়া প্রতিবেশী দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান তিনি। পরিবার ও এলাকার সূত্রে জানা যায়, তাদের ছিল অভাবের সংসার। মাঠে চাষ করার জন্যই এনজিও’র লোন নিয়েছিলেন। বেশ কিছু কিস্তির টাকা পরিশোধ করেছে। আজকে টাকা জোগাড় করতে না পেরেই ঘরে রাখা বিষপান করেছেন। কয়েকবার বমি করতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ বাড়িতেই ছিলো। মৃত্যুকালে ২ ছেলে ও মেয়ে একাদশ ভর্তি শিক্ষার্থী আছিয়া খাতুন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবীর জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো নির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।