দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় শিশু তুষার নিহত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের রেড বিক্সের সম্মুখে ইজিবাইকের ধাক্কায় মো. তুষার হোসেন (৭) বছর বয়সী এক শিশু ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক দেড় টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুটি দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও বদন-নাপিতখালি হাফিজিয়া মাদরাসার নার্সারি শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদার নাপিতখালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে শিশু ছাত্র তুষার হোসেন ফুটবল নিয়ে খেলছিলো। এমন সময় তার বলটি গড়িয়ে সড়কের উপর চলে যায়। বলটি কুড়াতে সেও বলের পিছু পিছু সড়কে চলে আসে। ওই সময় কার্পাসডাঙ্গার দিক থেকে একটি ব্যাটারি চালিত যাত্রী বোঝাই ইজিবাইক ওই স্থানে এসে পৌঁছে তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় গুরুতর আঘাত পেয়ে আহত হয় তুষার। এসময় স্থানীয়রা আহত তুষার কে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল বাদ মাগরিব শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে বলেও জানাগেছে। এ ঘটনায় ওই ইজিবাইকে থাকা যাত্রী মোক্তারপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো বখতিয়ার হোসেন গুরুতর আহত হন। তিনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
দামুড়হুদা মডেল থানার ওসি মো হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।