দামুড়হুদা-দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পাঁচ প্রতিষ্ঠানে জরিমানাসহ সতর্কবার্তা

দর্শনা অফিস: দামুড়হুদা ও দর্শনার ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ফ্যান্টাস্টি চুয়াডাঙ্গাসহ ৫ প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কেএইচ তাসফিকুর রহমান। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফ্যান্টাস্টি চুয়াডাঙ্গা, দামুড়হুদা উপজেলা গেট, বাসস্ট্যান্ট ও দর্শনা আল্লাহর দান হোটেলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌর প্রশাসক কেএইচ তাফসিকুর রহমান উপজেলার ৫টি প্রতিষ্ঠানের খাবারের গুনগত মান খাদ্যপোযোগী না হওয়া ও অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অভিযোগে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় সাথে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী প্রমুখ।