দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দামুড়হুদা বাজার বণিক সমিতির আয়োজনে উপজেলার অডিটোরিয়াম হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান দামুড়হুদা বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। দামুড়হুদা বাজার বণিক সমিতির আহ্বায়ক হাজি মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হুমায়ুন কবির। দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুস আলী, সহ-সভাপতি মো. মেহেদী হাসান (নয়ন), সাধারণ সম্পাদক মো. শাহাজালাল (বাবু), সহ-সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান (লাভলু), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকীম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হাসান (বেল্টু), কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রাশেদুজ্জামান বিল্টু, দপ্তর সম্পাদক মো. সলিমুল্লাহ, পরিবেশ সম্পাদক মো. রোকনুজ্জামান তোতাম, ১নং ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড সদস্য মো. আমিরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য মো. আব্দুর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য মো. ফারুক হোসেন, ৫নং ওয়ার্ড সদস্য মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ।