মুজিবনগর প্রতিনিধি: আগামী ২৩ জানুয়ারি মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগরে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিলটন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম, সদস্য মশিউর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হানুল কবীর, হাফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, আসাদুল হক কালু, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, কাওসার আলী প্রমুখ। এর আগে সম্মেলন সফল করার লক্ষ্যে একটি মিছিল বের করা হয়। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে।