মেহেরপুরের মদনাডাঙ্গা গ্রামে বাল্যবিয়ের আসরে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে বর কারাগারে : দুলাভাই গুনলেন জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরের মদনাডাঙ্গা গ্রামে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে বিপাকে পড়েছেন বর রাব্বি রাসেল। গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- এবং তার দুলাভাই সজিব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা গেছে, সদর উপজেলার খোকসা গ্রামের রাহিদুল শেখের ছেলে রাব্বি রাসেল (১৯) ও মদনাডাঙ্গার পেল্টু মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) বিয়ের দিন ধার্য করা হয় গতকাল শুক্রবার। বর ও তার স্বজনেরা যথাসময়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে নাস্তা পরিবেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে গোপন সূত্রে খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম। তিনি কনের বয়স যাচাই করে নিশ্চিত হন সে অপ্রাপ্তবয়স্ক। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর রাব্বি রাসেলকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদ- এবং তার দুলাভাই আমঝুপি গ্রামের সজীব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, ‘বাল্যবিয়ে একটি দ-নীয় অপরাধ। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধে না জড়ায়, সে উদ্দেশ্যে এই পদক্ষেপ।’ স্থানীয়রা জানান, প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হওয়ায় কন্যা শিশুর ভবিষ্যৎ রক্ষা পেলো।