মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে, জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনেয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ পাতান, বীর মুক্তিযোদ্ধা তৌফিক আলী, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞা বিস্তৃত। দেশ ও জাতি সবার উপরে থাকবে। ইসলামিক সরকার, অনইসলামিক সরকার বা হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের মিলিত সরকার যেই আসুক না কেন, মুক্তিযোদ্ধারা সর্বদা সবার উপরে থাকবেন। এছাড়াও এসময় বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. তৌফিক আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল থেসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।