মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ে দায়েরকৃত একটি মামলায় সম্প্রতি তাকে ঢাকা পুলিশ রাজধানী থেকে আটক করে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিটনকে হাজির করা হয়। আদালতে শুনানিকালে পুলিশের পক্ষ থেকে রিটনের সাত দিনের রিমা- আবেদন করা হয়। যুক্তিতর্ক শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফারাজী তাকে এক দিনের রিমা- মঞ্জুর করেন। এদিকে, অপর একটি মামলায় বুড়িপোঁতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহজামানকে আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত- মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ে দায়েরকৃত মামলায় সম্প্রতি তাকে ঢাকার পুলিশ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে আটক করেছিলো। মঙ্গলবার তাকে মেহেরপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে হাজির করা হয়। আদালতে শুনানিকালে পুলিশ পক্ষ থেকে মাহফুজুর রহমান রিটনের ৭ দিনের রিমা- আবেদন করা হয়। আদালতে যুক্তিতর্ক শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফারাজী ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।