মেহেরপুরে বিএডিসির বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত: উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার:কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় “বীজ ডিলার প্রশিক্ষণ ২০২৪-২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় মেহেরপুর জেলার বাড়াদীস্থ বিএডিসি হিমাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার প্রায় শতাধিক বীজ ডিলার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি খুলনা অঞ্চলের যশোর বিভাগের বীজ বিপণন শাখার যুগ্ম পরিচালক এ. কে. এম. কামরুজ্জামান শাহিন। সভাপতিত্ব করেন বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফুল আলম।

এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শফিকুল আলম, বীপ্রকে-র উপ-পরিচালক মোঃ হাফিজুল ইসলাম, সবজি বীজ শাখার উপ-পরিচালক গোলক নাথ বনিক, বারাদি খামারের উপ-পরিচালক মোঃ মিনহাজ উদ্দিন, কন্দাল ফসল উন্নয়ন শাখার উপ-পরিচালক মোঃ এনামুল হক, আমলা খামারের উপ-পরিচালক মোঃ হামিম, কুষ্টিয়া জেলার জেলা বীজ সমন্বয় কর্মকর্তা (ডিএসসিও) মোঃ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলার ডিএসসিও মোঃ নূর আলম, বীজ বিপণন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পরিচালক মোঃ সুমন এবং আমঝুপির ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ জিয়া।

প্রশিক্ষণে মানসম্পন্ন বীজ সরবরাহ, ভেজাল বীজ প্রতিরোধ এবং কৃষকের দোরগোড়ায় নির্ভরযোগ্য বীজ পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ডিলারদের মাঝে সনদ বিতরণ করা হয়।