স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি’র চুয়াডাঙ্গা অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা অঞ্চলের (চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা) ২০২৫ সালের ব্যবসায়ীক অগ্রগতি পর্যালোচনা ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোছা. নূরুন্নাহার পরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়। সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ইমাদ উদ্দিন, অগ্রণী ব্যাংক (ইসলামী ব্যাংকিং উইন্ডো)। এ সময় চুয়াডাঙ্গা শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক আবু আহসান হাবীবসহ এ অঞ্চলের ১৬টি শাখা ও একটি ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকগণ নিজ নিজ শাখার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ অঞ্চলের ৭টি শাখা শ্রেণিভুক্ত ঋণমুক্ত (সিএল) হওয়ায় প্রধান অতিথি সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণকে অভিনন্দন জানান এবং অন্যান্য শাখা ব্যবস্থাপককে তাদের শাখাকে শ্রেণিভুক্ত ঋণমুক্ত করতে আহ্বান জানান।