অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে চুয়াডাঙ্গার তিন পানব্যবসায়ী হাসপাতালে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন তিন পান ব্যবসায়ী। গতকাল বুধবার সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অজ্ঞানপার্টির খপ্পরে পড়া তিন ব্যক্তি বলেন, চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়ার দেন্দু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৬), সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের খালপাড়ার আব্দুল মজিদের ছেলে লাল মিয়া (২৭) এবং একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে হাসান আলী (৩০)। এরমধ্যে সাইফুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হলেও উন্নত চিকিৎসার জন্য লাল মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসান আলী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকালে তিনজন পান বিক্রি করতে ফরিদপুর যায়। সেখান থেকে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে। সন্ধ্যায় খবর পেয়ে তাদেরকে চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে, তাদের কাছ থেকে কিছু নিয়েছে কিনা সেটা পরিবারের সদস্যরা বলতে পারেনি। জ্ঞান ফিরলে জানা যাবে কি পরিমাণ টাকা খোয়া গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, নেশা জাতীয় কিছু পান বা খাইয়ে তাদেরকে অচেতন করা হয়েছে। লাল মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Comments (0)
Add Comment