দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হাফেজ হতে চাই দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের নাইম

রতন বিশ্বাস : বাস্তব জীবনে আমাদের দেশে এমন অনেকেই আছেন যে তার জীবনটাকে সামলে নিচ্ছে বহুপ্রতিকুলতাকে অগ্রাহ্য করে। আবার কেউ কেউ প্রতিকুলতা ও প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের চুঁড়ায় পৌছে গেছে। প্রতিকুলতাকে জয় করে হাফেজ সম্পন্ন করার প্রত্যয় নিয়ে কোরআন মুখস্থ করে চলেছে দৃষ্টিপ্রতিবন্ধী যুবক মোঃ নাইম হোসেন। সে দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের রহিদুল ইসলামের ছেলে। জন্ম থেকেই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে। তাইতো সে দৃষ্টি হারিয়ে পৃথিবীর আলো আর দেখতে পারেনি। কিন্ত চোখের দৃষ্টি না থাকলেও তাঁর মনের জোড় খুবই শক্তিশালী। চোখ না থাকলেও শিক্ষার প্রতি তাঁর  প্রচন্ড আগ্রহ। আগ্রহ দেখে পিতা মাতা তাকে ভর্তি করায় গ্রামের স্কুলে। সেখানে ১ বছর অধ্যায়ন করে চলে যায় গ্রামের মসজিদে ইসলামি ফাউন্ডেশনে। শিক্ষক মোঃ সাইদুরের অধীনে সে নূরানি শিক্ষা গ্রহন করে। পরে সে করোনার আগে কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়। বর্তমানে সে হাফেজ হওয়ার লক্ষে পবিত্র কোরআন মুখস্থ করছে। মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল জাব্বার জানান, আমরা পড়ে তাকে শোনায় আর শোনেই আয়ত্ব করে। প্রচন্ড স্মরণশক্তি তার। হাফেজ সম্পন্ন হওয়ার লক্ষে সে এগিয়ে চলেছে। দৃষ্টি প্রতিবন্ধী নাইম হোসেন জানান,আমি হাফেজ হতে চাই। বর্তমানে পবিত্র কোরআনের কিছু পারা মুখস্থ হয়েছে। হুজুররা শোনান আর আমি শোনে মুখস্থ করি।
Comments (0)
Add Comment