অপহরণ মামলার আসামি সাব্বির গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রেমিকার বাবার দায়ের করা অপহরণ মামলায় মূল আসামি সাব্বিরকে গ্রেফতারসহ কিশোরী প্রেমিকাকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ৩ মাস পর প্রেমিক সাব্বিরকে ঢাকা রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানাগেছে, উপজেলার পাঁচকমলাপুর গ্রামের সারজেত আলীর ছেলে সাব্বির হোসেন (২২) পাশর্^বর্তী শিয়ালমারী গ্রামের জহুরুল ইসলামের ৯ম শ্রেনীতে পড়–য়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন প্রেম করার পর তারা দুজনে গত জুন মাসে বাড়ি থেকে ঘর বাধার স্বপ্ন নিয়ে অজানার উদ্দ্যেশে পালিয়ে যায়। তাদের সন্ধান না পেয়ে আলমডাঙ্গা থানায় কিশোরীর বাবা বাদি হয়ে সাব্বিরসহ বেশ কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই মিজানুর রহমান আলমডাঙ্গা থানার আইটি অভিজ্ঞ এসআই সুলতান মাহমুদের সহযোগীতায় দীর্ঘ ৩ মাস ধরে কিশোরীকে উদ্ধার ও সাব্বিরকে আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সাব্বিরের সন্ধান না পাওয়ায় এসআই মিজান কৌশল অবলম্বন করে মামলার অন্য দু’জন আসামি সাব্বিরের ভাই ও দুলা ভাইকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের মাধ্যমে জানতে পারে সাব্বির তার প্রেমিকা কিশোরীকে নিয়ে ঢাকায় পালিয়ে আছে। গত ১০ সেপ্টেম্বর এসআই মিজানুর রহমান ও এএসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা রামপুরায় অভিযান চালিয়ে ১১ সেপ্টেম্বর অপহরণ মামলার আসামি সাব্বিরকে গ্রেফতারসহ কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। ১২ সেপ্টেম্বর তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে।
এদিকে এলাকাবাসি জানিয়েছেন, সাব্বির এবং ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার দুই পরিবারের মাঝে সমঝতাও হয়েছে।

 

Comments (0)
Add Comment