অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ করায় আলমডাঙ্গায় সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: স্বামীর স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে অর্থ দাবিসহ নানা হয়রানির অভিযোগ তুলে আলমডাঙ্গার ৩ ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নিজবাড়িতে এ সংবাদ সম্মেলন করেন আলমডাঙ্গা থানাপাড়ার গৃহবধূ দেলোয়ারা খাতুন বেলু। আলমডাঙ্গা থানায় স্বামীসহ তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেলোয়ারা খাতুন বেলু বলেন, আলমডাঙ্গা থানাপাড়ার দেলোয়ারা খাতুন বেলু ও তার স্বামীর বিরুদ্ধে থানায় অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও হয়রানিমূলক। আমার স্বামীর স্বাক্ষর জাল করে স্ট্যাম্প তৈরি করেছে উপজেলার আঠারখাদা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মোজাম্মেল হক, ইকতার হোসেনের ছেলে রাসেল আহমেদ হিরো এবং প্রাগপুর গ্রামের আসাবুল হকের ছেলে রুবেল। আমাদের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা পাবে বলে ভূয়া দলিল তৈরি করেছে তারা। তাতে আমার স্বামীর স্বাক্ষর জাল করা হয়েছে। দেলোয়ারা খাতুন বেলু বলেন, এছাড়া মোজাম্মেল, হিরো ও রুবেলসহ বিভিন্ন অপরিচিত লোক নিয়ে বাড়িতে এসে হুমকি-ধামকি দিয়ে আসছে। বাড়িতে আমরা দুজন নারী থাকি। এই সুযোগে ওই প্রতারকরা সময় অসময়ে আমাদের বাড়িতে ঢুকে অপমান অপদস্থ করছেন। মোজাম্মেল, হিরো ও রুবেলের হুমকি-ধামকি থেকে রেহাই পেতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দেলোয়ারা খাতুন বেলু।

Comments (0)
Add Comment