অসহায়দের দুয়ারে ঝিনাইদহের পুলিশ সদস্য আলামিন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ সেøাগানে করোনা ভাইরাসের তীব্রতা ও করণীয় সম্পর্কে সচেতন করতে ও  ভয়াবহ করোনা ভাইরাসের ছোবলে কর্মহীন নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের মধ্যে যখনই ব্যাপকভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখনই সম্পূর্ণ নিজ অর্থায়নে গ্রামের দুস্থ অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ক্যাম্পের পুলিশ সদস্য আলামিন। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবু হানিফের মেজো ছেলে এরেং মিয়া গত ১২ দিন পূর্বে ঢাকা  থেকে গ্রামের বাড়িতে এসেছেন মর্মে জানতে পারে আলামিন। ঢাকা থেকে বাদপুকুরিয়া গ্রামে আসার কারণে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে আছেন এরেং মিয়া। ১২ দিন পরে এরেং মিয়ার ঘরে তরকারি রান্না করার কোনো ব্যবস্থা নেয় শুনে ডাকবাংলা ক্যাম্প পুলিশ সদস্য আল আমীন সাথে সাথে রোববার বিকেলে কাঁচা তরকারি নিয়ে এরেং মিয়ার বাড়িতে নিজেই পৌঁছে দেন। কাঁচা তরকারির মধ্যে ছিলো আলু, পুই, মিষ্টি কুমড়া, লাউ, ভেন্ডি, কাঁচা মরিচ, পিয়াজ, রসুন ও মাছ। এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্প পুলিশ সদস্য আল-আমীন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। এই প্রতিপাদ্য নিয়েই ঢাকা থেকে আসা এরেং মিয়াসহ তার পরিবার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে আছে জানতে পেরে আমি কিছু কাঁচা তরকারি ও মাছ কিনে রোববার বিকেলে নিজেই তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আর এটা অব্যাহত থাকবে যতদিন বেঁচে থাকবো ততদিন ইনশাআল্লাহ। সাথে যার যার বাড়ির পাশে কর্মহীন হয়ে পড়া মানুষ আছে বিত্তবান ব্যক্তিরা তাদের পাশে থাকারও আহ্বান করেন তিনি।

Comments (0)
Add Comment