আলমডাঙ্গার আসমানখালীতে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী বাজারে গতকাল শুক্রবার বেলা ৫ টার দিকে, সিসিএস-সিওয়াবি চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে নি¤œ আয়ের মানুষদের মাঝে দুই শতাধিক মাস্ক বিতরণ করেছে ভোক্তা অধিকার সংগঠন সিসিএস-সিওয়াবি চুয়াডাঙ্গা জেলা শাখা।

মাস্ক বিতরণ সম্পর্কে সিসিএস-সিওয়াবি চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক মো. সেলিম রেজা বলেন, নিম্ন আয়ের মানুষদের মাঝে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝাতে এবং কোভিড-১৯ মহামারী বিষয়ে সচেতনতার তৈরির লক্ষ্যে আমরা দুই শতাধিক মাস্ক বিতরণ করেছি। আমরা লক্ষ্য করছি মানুষের মাঝে মাস্ক ব্যবহারের হার কমে গেছে। বাংলাদেশে যখন মহামারীর প্রকোপ শুরু হয় এপ্রিল মাসে, তখন থেকেই আমরা মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র ইমপ্রেস টেলিফিল্ম প্রোগ্রাম অফিসার সোহেল রানা, আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুর রহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসানুজ্জামান, মিরাজুল ইসলাম, রাকিব, মুকুল হোসেন, শামীম রেজা, হাবিবুর রহমান, শাহিন মিয়া প্রমুখ।

Comments (0)
Add Comment