আলমডাঙ্গার খোরদে কালভাটে বাঁধ দেয়ায় ডুবে যাচ্ছে কয়েকটি পরিবার

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার খোরদে কালভাটে বাধ দিয়ে পানি থামিয়ে রাখায় ডুবে যাচ্ছে কয়েকটি পরিবার। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের মাঝেরপাড়ার মৃত আকবর আলীর ছেলে মুকুল হোসেন, আব্দুস সালাম ও ফোরকান হোসেন তাদের বাড়ির নিকটে একটি কালভার্টের পানি চলাচলের মুখ মাটি দিয়ে বাঁধ দিয়েছে। এতে কালভার্টের উত্তর পাশে কয়েকটি পরিবার ওই জমাকৃত পানিতে ভাসমান হয়ে দাঁড়িয়েছে।

গ্রামের মিজানুর রহমান বলেন, বগাদি খোরদ গ্রামের মাঠের পানি মাঝেরপাড়ার মক্তবের সামনে দিয়ে পানি এসে কালভাটের নিচ দিয়ে প্রবাহিত হয় কেংরা বিলে নেমে যেতো। ডোবাকৃত বাড়ির মালিক রুহুল আমিন বলেন, এর আগে যখন বৃষ্টি হতো তখন ওই কালভাটের নিচ দিয়ে পানি নেমে টেংরা বিলে যেতো কিন্তু এবার মুকুল, সালাম, ফোরকান ওই কালভাট বেঁধে দিয়েছে; তাই পানি বের হতে পারছে না। এতে আমাদের বাড়িতে পানি বেঁধেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

Comments (0)
Add Comment