আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
এলাকাবাসীর পক্ষ থেকে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন করেন। অভিযোগে বলা হয়, প্রামের জাহাঙ্গীর, আতিয়ার রহমান, জুর আলীসহ ৮-৯ জন ব্যক্তি বিদ্যালয়ের মাঠের জমি দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন।
ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে উপজেলা শিক্ষা অফিসারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসার দুইজন সহকারী শিক্ষা অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের দায়িত্ব দেন।
তদন্ত শেষে দুই সহকারী শিক্ষা অফিসার প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।
এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এটি শুধুমাত্র একটি স্কুলের মাঠ নয়, বরং একটি প্রজন্মের বিকাশ ও শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার ক্ষেত্র।