আলমডাঙ্গার বগাদী কেন্দ্রীয় জামে মসজিদে এসি দিলেন রাজ্জাক খান

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বগাদী কেন্দ্রীয় জামে মসজিদে দুইটন এসি দিয়েছেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসি আইয়ের ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ সিআইপি। গতকাল শনিবার সকালে রাজ্জাক খান রাজের নিজ বাসা চুয়াডাঙ্গার পলাশপাড়া খান মহল থেকে মসজিদ কমিটির কাছে একটি দুই টনের এসি হস্তান্তর করেন। এ সময় চিৎলা ইউনিয়নের গোকুলখালী আশরাফুল উলুম কওমি মাদরাসার উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন তিনি। এ সময় এমএ রাজ্জাক খান রাজ বলেন, আমি একজন মুসলিম; আমি মনে করি সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকা আমার কর্তব্য ও দায়িত্ব। আমি চুয়াডাঙ্গাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে চলেছি দীর্ঘদিন। যখনই কোনো মানুষ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দাবি নিয়ে আমার কাছে আসে আমি চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য। মসজিদ ও মাদরাসার উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছি। আপনারা দোয়া করবেন আমি যেন জীবনের বাকিটি সময় এভাবেই আমার চুয়াডাঙ্গা জেলাবাসীর পাশে থাকতে পারি। এ সময় মসজিদ ও মাদরাসার কমিটির কাছে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের জন্য দোয়া চান। এ সময়ে উপস্থিত ছিলেন মসজিদ ও মাদরাসার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সম্মানিত  মুরুব্বিগণরা।

Comments (0)
Add Comment