আলমডাঙ্গার বেলগাছি গ্রামের জুয়েল ট্যাপেন্টাডলসহ গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বেলগাছি গ্রামের মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নিকট থেকে ২৫ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত পরশু সোমবার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে। জানা গেছে, উপজেলা বেলগাছি গ্রামের বাজারপাড়ার চান্দালীর ছেলে জুয়েল রানা (৩০) বেশ কিছুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। জুয়েল রানা এলাকায় খুচরা ও পাইকারী মাদক বিক্রয় করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স নিয়ে বেলগাছি মালিথাপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।