আলমডাঙ্গার মুন্সিগঞ্জে পানবরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ঘাসমারা বিষ স্প্রে করে পানবরজ পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত পরশু বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামের মৃত ইছাহক ম-লের ছেলে আব্দুর রাজ্জাকের মুন্সিগঞ্জ ঘোড়ারহাট মাঠে ১৫ কাঠা, একই গ্রামের মৃত হারান ম-লের ছেলে জামাল উদ্দিনের ১ বিঘা ও মৃত নবীরছদ্দিনের ছেলে রুহুল আমিনের ১০ কাঠা পানবরজ ঘাস মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দেয়া হয়েছে। কৃষ্ণপুর গ্রামের নাসিরুদ্দিন লালচাঁদসহ তার ছেলে ভোলা, লিটন ও মিল্টনসহ লাল মোহাম্মদ আলীর ছেলে জালিহীম গত বৃহস্পতিবার রাতে তাদের এ পানবরজ ঘাসমারা বিষ স্প্রে করে পুড়িয়ে দেয়। তাদের সাথে জমি জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

Comments (0)
Add Comment