আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিকাশের দোকান থেকে ১০ হাজার টাকা নিয়ে দুই প্রতারক চম্পট

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পূর্ব কমলাপুর ব্রিজ মোড়ে বিকাশের দোকান থেকে ১০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুই প্রতারক। গতকাল রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মোটরসাইকেল নিয়ে দুই প্রতারক পূর্ব কমলাপুর ব্রিজ মোড়ে আসেন। সোহেলের নিউ স্টার বিকাশের দোকানে দুই প্রতারক গিয়ে বিকাশ নাম্বার চান। বিকাশ নাম্বার নিয়ে বলে কিছুক্ষণের মধ্যেই আপনার নাম্বারে ১০ হাজার টাকা আসবে। আপনি ১০ হাজার টাকা আমাদের দিয়ে দেন। প্রায় ২০ মিনিট বাজারে দুই প্রতারক অপেক্ষা করতে থাকেন। এবং বাজারের একটি চায়ের দোকানে চা পান করেন। সোহেল সরল বিশ্বাসে ১০ হাজার টাকা দুই প্রতারকের হাতে তুলে দেয়ার সাথে সাথে তারা মোটরসাইকেল নিয়ে চম্পট দেন। বিকাশ ব্যবসায়ী সোহেল ও বাজারের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, প্রতারকের একজনার গায়ে লাইফ জ্যাকেট ছিলো। এছাড়া দুই প্রতারকের মুখে মাস্ক ছিলো। বিষয়টা নিয়ে পূর্ব কমলাপুর ব্রিজ মোড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসি ফুটেজ দেখে প্রতারকদের শনাক্তের কাজ চলছে বলে জানা যায়।

 

Comments (0)
Add Comment