আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় যুবদল ও ছাত্রদলের সাথে ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত: তরুণদের ভোট ধানের শীষে আনার আহ্বান

ভ্রাম্যমান প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি স্হানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক— এই স্লোগান সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ করে নতুন ভোটার ও তরুণদেরকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা-র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। তিনি তরুণদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু
,সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ,
যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন,কৃষক দলের সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক ইউনুস আলী
সিনিয়র সহ-সভাপতি আজিবার রহমান কালু,সহ-সভাপতি জুরাল কসাই
সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,
ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, কৃষক দলের সভাপতি কালাম হোসেন, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আবুজার সাইফুল ইসলাম বদর, আবদুল কালাম, ইসরাফুল ইসলাম, রিপন হোসেন, উজ্জ্বল আল মিস্ত্রী, আশাবুল মাষ্টার, তারিকুল, রাজা, জুছেল, সুহাগ-সহ অর্ধশতাধিক নেতাকর্মী।
মত বিনিময় সভার মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতারা যুবদল ও ছাত্রদলের কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।