আলমডাঙ্গায় উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক খোদাবক্স শাহের দুদিনব্যাপী মহাপ্রয়াণ দিবস অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মরমী বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের ৩৩ তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলমডাঙ্গার জাহাপুর গ্রামে দুদিনব্যাপী সাধুসঙ্গ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পূর্ণসেবা শেষে সাধুদের বিদায়ের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার বিকেল থেকে সাধুভক্তদের আগমন শুরু হয়। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান, নাইমা জাহান সুমাইয়া, মহম্মদ সাইফুল ইসলাম সাইফ,  বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়া, অষ্টিয়া থেকে আগত ওয়েলি, মোমিনপুর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মোহাম্মদ সাইন, আরিফ হোসেন। খোদাবক্স শাহের পুত্র আব্দুল লতিফ শাহের পরিচালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন খোদাবক্স শাহের নাতনি তানিয়া। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন গঞ্জের আলী শাহ, সানোয়ার ফকির, আকতারুল, বজলু রহমান প্রমুখ।

Comments (0)
Add Comment