আলমডাঙ্গায় এসএসসি ৮৯ ব্যাচের ৩য় পর্যায়ে মানবিক সেবার চেক বিতরণ

আলমগীর ব্যুরো: আলমডাঙ্গায় এসএসসি ৮৯ ব্যাচ ৩য় পর্যায়ে মানবিক সেবার চেক বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধু সংগঠনের ২৭ জন বন্ধুসহ শতাধিক দুস্থকে আর্থিক সাহায্য হিসেবে মানবিক সেবার চেক প্রদান করা হয়েছে। এসময় স্বাস্থবিধি রক্ষা করে সংগঠনের সদস্যের ক্যান্সার আক্রান্ত সন্তানের চিকিৎসা সহযোগিতাও প্রদান করা হয়। আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ইছাহক আলী এ সেবার চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ ৮৯“র বন্ধু নাজমুল হুদা, আলহাজ শেখ আশাদুল হক মিকা, আলমডাঙ্গা বণিক সমিতির সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলাম, ওসমানপুর প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, সোহেল হোসেন, ওয়াহেদ আলী প্রমুখ।
বন্ধু সংগঠন এসএসসি ৮৯ ব্যাচ সংগঠনের দুস্থ বন্ধুদের পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকার দরিদ্রদের সহায়তা প্রদান করে আসছে। চিকিৎসা সহায়তাসহ করোনাকালীন স্বল্প আয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো সংগঠনটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে অনুপ্রাণিত হয়ে অন্যরাও করোনাকালীন দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন।

Comments (0)
Add Comment