আলমডাঙ্গায় কর্মহীন পরিবারের মাঝে শিশুখাদ্য ও ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে গোখাদ্য বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ঘূর্ণিঝড় এবং প্রকৃতিক দূর্যোগ ও মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে শিশুখাদ্য ও গরুমোটাতাজা করণ ক্ষতিগ্রস্ত কৃষককে গোখাদ্য বিতরণ করা হয়েছে। ৪ জুলাই রবিবার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধিনে আলমডাঙ্গা উপজেলার ১ টি পৌর সভা ও ১৫টি ইউনিয়নের ১১০টি পরিবারকে শিশু খাদ্য ও ৫০টি কৃষককে গোখাদ্য বিতরণ করা হয়। গত ৩০ জুন বুধবার এ কর্মহীন হয়েপড়া অসহায় পরিবারের মাঝে শিশু খাদ্য ও গরু মোটাতাজা করণ কৃষকদের মাঝে গোখাদ্য বিতরণ উদ্বোধন করা হয়। এ খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হাসান, টিটন প্রমুখ।

Comments (0)
Add Comment