আলমডাঙ্গায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আয়োজনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টার দিকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এলজিইডি যথাযত মর্যাদার সঙ্গে উদযাপন করছে। এজন্য বছরব্যাপী নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে এলজিইডি অক্টোবর মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ। সুপারভাইরজার আব্দুর রাজ্জাক আদরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী শামসুল হক, হারুন-অর-রশিদ, নকশাকার হাবিবুর রহমান, হিসাবরক্ষণ মতিয়ার রহমান, সহকারী হিসাবরক্ষণ রশিদুল হক, মোমিন আলী প্রমুখ।

Comments (0)
Add Comment