আলমডাঙ্গায় জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ, ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বিকেল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আ.লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ৭০’র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) একরামুল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আঁখি, বিআরডিপি কর্মকর্তা সাইলা শারমিন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর জামাল হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক গৌতম কুমার পাল, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান প্রমুখ।

Comments (0)
Add Comment