আলমডাঙ্গায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া আফরীন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা সড়কে। স্বল্প সময়ে মধ্য আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে মর্যাদা পেয়েছে। প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগগুলো বাস্তবায়িত হচ্ছে বলেই দ্রুত দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে এ দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, শেখ আশাদুল হক মিকা। কর্মশালায় কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকতা ফাতেমা কামরুন্নাহার আখি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ইউআরসি ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসাইনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক সাংবাদিক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে বিষদ ব্যাখ্যা দেয়া হয় এবং কর্মশালায় প্রোজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

Comments (0)
Add Comment