আলমডাঙ্গায় বাল্যবিয়ে রোধে বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ছরোয়ার মিঠু, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক কালের কণ্ঠের আলমডাঙ্গা প্রতিনিধি রহমান মুকুল ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে। সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করতে হবে।
তারুণ্যের কণ্ঠের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ৬ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে আসছে। আগামী ২২ জানুয়ারি শনিবার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফএম ১০৬ মেগাহার্টজ-এ তারুণ্যের কণ্ঠ প্রচার করা হবে।

Comments (0)
Add Comment