আলমডাঙ্গায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতায় মাদরাসাতুল হুদা রামনগরের সাফল্য

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার দারুস সালামে অনুষ্ঠিত বাংলাদেশ হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় মাদ্রাসাতুল হুদা রামনগরের সাফল্য অর্জন।
গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গার দারুস সালামে অনুষ্ঠিত হয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলায় কুরআন প্রতিযোগিতা হয়। আর এতে অংশগ্রহণ করে আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের রামনগর গ্রামে প্রতিষ্ঠিত মাদরাসাতুল হুদা রামনগরের শিক্ষার্থীরা।
এ প্রতিযোগিতায় ৪টি গ্রুপে অংশ নিয়ে পুরস্কার পায় ৮টি। ‘ক’ গ্রুপে মো. আম্মার হোসেন ও মো. ছালাউদ্দীন। ‘খ’ গ্রুপে মো. রাতুল হাসান, আব্দুল কাদের ও আবু সাইদ। ‘গ’ গ্রুপে আবু বক্কর ও মো. আব্দুল্লাহ। ‘ঘ’ গ্রুপে মিকাইল।
কয়েক বছর যাবৎ মাদরাসাতুল হুদার এই সাফল্য ধারাবাহিকভাবে চলমান রয়েছে বলে জানা যায় অত্র প্রতিষ্ঠান থেকে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসাতুল হুদা রামনগরের প্রধান হাফেজ মো. তারিকুল ইসলাম।
শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্যের জন্য মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আবুল কালাম বলেন, সকলের সহযোগিতা পেলে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগীর সুযোগ পাবে ইনশাআল্লাহ।

Comments (0)
Add Comment