আলমডাঙ্গা পৌর আ.লীগের তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর আ.লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় গোবিন্দপুর ও নওদাবন্ডবিল ৮নং ওয়ার্ডের ধর্মতলায় পৌর আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্ড আ.লীগের সভাপতি আসমান মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উত্তরন করেছে। দেশে সুশৃঙ্খল গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। যার কারণে শেখ হাসিনা সারাবিশ্বে সবচেয়ে সাহসী, সৎ ও সুশৃঙ্খল নেতা হিসেবে একটি উল্লেখযোগ্য অবস্থানে তার অবস্থান সুনিশ্চিত করেছেন।

প্রধান বক্তা ছিলেন ছিলেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, স্মারক বক্তা ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি ঠান্ডুর রহমান, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লা, আ.লীগ নেতা আক্তার মিয়া, সাহাবুল হক, পৌর আ.লীগের দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর সেলিম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক। পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবু মুসার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে রেজাউল হক তবা, সিরাজুল ইসলাম, সাইরাজ মেহেদি সাজন, জহুরুল ইসলাম ঝন্টু, ওয়ার্ড আ.লীগ নেতা আব্দুস সালাম সেলিম, লিজন, নাজমুল, আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, মুন্নাফ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ রকি, আব্দুল্লাহ আল সাকিব, রোমান প্রমুখ।

Comments (0)
Add Comment