আলমডাঙ্গা পৌর পশুহাটে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ

আলমডাঙ্গা ব্যুরো: ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করলেন আলমডাঙ্গা পৌর পশুহাটের মালিক হাসানুজ্জামান হাসান। গতকাল ২২ জুলাই আলমডাঙ্গা পৌর পশুহাটে গরু ক্রয়-বিক্রয় করতে যাওয়া শ’ শ’ ব্যক্তিদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন।

জানা যায়, আলমডাঙ্গা পৌর পশুহাটের জমি রেলওয়ে সম্প্রতি অন্যত্র লীজ প্রদান করে। এ সংক্রান্ত জটিলতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক গত ১৫ জুলাই গভীর রাতে দেশের এ বৃহত্তম পশুহাটটি বসার ব্যাপারে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে এলাকার খামারিদের মাঝে চরম হতাশা নেমে আসে। গত ২১ জুলাই ১৪৪ প্রত্যাহার করা হলে গতকাল আবার আলমডাঙ্গা পৌর পশুহাট বসে। দেশের বিভিন্ন এলাকার কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা পশুহাটটিতে গরু বেচাকেনা করতে আসেন। তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিলো না।

এমতাবস্থায়, হাটমালিক হাসানুজ্জামান হাসানের নেতৃত্বে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও নির্দেশনা দেয়া হয়। মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন, আ.লীগ নেতা আবু তাহের প্রমুখ।

Comments (0)
Add Comment