আলমডাঙ্গা প্রতিবন্ধী ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা মা-বাবা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডামোশ গ্রামের প্রতিবন্ধি (সেরিব্রালপালসি) ছেলে শান্তকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পিতা-মাতা। গত ৫দিন ধরে আশপাশ গ্রাম ও আত্মীয় স্বজনদের বাড়িতে তাকে খুঁজে না পেয়ে আরও চিন্তিত হয়ে পড়েছেন তারা। গত ৭ ডিসেম্বর বেলা ১২ টার দিকে খাওয়া দাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি প্রতিবন্ধি শান্ত।
জানাগেছে, উপজেলার বেলগাছী ইউনিয়নের ডামোশ গ্রামের সন্টু আলীর ছেলে শান্ত আলী (১৯) প্রতিবন্ধি (সেরিব্রালপালসি)। ঠিকভাবে চলতে পারেনা। একটি বাঁশের লাঠির সাহায্যে শান্ত কোনোরকম চলাফেরা করে। গত ৭ তারিখ বেলা ১২টার দিকে শান্ত বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে কেদারনগর কাশিপুর গ্রামের দিকে যায়। দুপুর গড়িয়ে গেলেও শান্ত বাড়িতে না ফেরায় তার মা গ্রামে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে তাকে না পেয়ে ডামোশের অটো রাইস মিলের শ্রমিক শান্তর পিতা সন্টুকে সংবাদ দেয়। সন্টু গত ৫ দিন ধরে আশপাশ গ্রামে ও সকল আত্মীয় স্বজনদের বাড়ি ছেলের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। গতকাল ১২ ডিসেম্বর সন্টু আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়রি করেছেন। হারিয়ে যাওয়ার সময় তার পরনে আকাশী রঙের টাউজার ও গায়ে নীল রঙের বর্ডার যুক্ত হালকা বেগুনী কালারের ফুল শার্ট ছিলো।

Comments (0)
Add Comment