ইভটিজিং প্রতিরোধে মেহেরপুর ডিবি’র অভিযান

 

মেহেরপুর অফিস: ইভটিজিং প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্কুল-কলেজ ফাঁকি দেয়া শিক্ষার্থীদের আড্ডারস্থল থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে। একইসাথে সেখান থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এলাকাবাসীরা জানিয়েছেন প্রতিদিন স্কুল কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে আড্ডা দেয়। মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, ইভটিজিং এবং স্কুল কলেজ ফাঁকি দিয়ে ছেলেমেয়েদের আড্ডা থেকে বিরত রাখতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

মেহেরপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর রতনের নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন এসআই মহসিন, এএসআই হেলাল উদ্দিন এবং মেহেরপুর জেলা ট্রাফিকের সার্জেন্ট পবিত্র বিশ্বাস।

Comments (0)
Add Comment