একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: ড্রাইভিং লাইসেন্সের জন্য দুর্ভোগ লাঘবে একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটির চুয়াডাঙ্গা সহকারী পরিচালক (ইঞ্জি:) সৈয়দ আইনুল হুদা চৌধুরী। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এতোদিন একদিন পরীক্ষা, অপরদিন বায়োমেট্রিক গ্রহণ করা হতো। এতে সেবাগ্রহণকারীদের একাধিক দিন আসতে হতো। এখন থেকে তা আর নয়। উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment